বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে মেয়ের নামের জমি দখল করে নেয়ার অপচেষ্টা চালাচ্ছেন রবিউল ইসলাম কালু নামে এক পিতা। এই কাজ করতে গিয়ে তিনি তার জামাই মুসলিম উদ্দিন পাপ্পুকে নানাভাবে হয়রানি করছেন। জামাইকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন কালু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়ে লাভলী আক্তার এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে লাভলী বলেন, পিতার অব্যাহত হুমকি কারণে তারা বেনাপোল ছেড়ে যশোরে এসে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, বেনাপোল মৌজায় ২.৫০ ও ডুবপাড়া মৌজায় ৭১২.৫০ শতক জমি কিনে তার নামে নামপত্তন করেছেন। এরপরও ওই জমি জোর করে দখলের উদ্দেশে তার পিতা নানা রকম ফন্দিফিকির করছেন দীর্ঘদিন ধরে। এমনকি তিনি আদালতে মামলা পর্যন্ত করেছেন। বর্তমানে ওই মামলা বিচারাধীন। মামলা নিষ্পত্তির আগেই রবিউল ইসলাম কালু জামাই মুসলিম উদ্দিন পাপ্পুর বিরুদ্ধে জালিয়াতি করার অভিযোগ তুলেছেন, যা নিন্দনীয় ও ষড়যন্ত্রমূলক।
লাভলী আক্তার অভিযোগ করেছেন, তার পিতা রবিউল ইসলাম কালু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি লাভলীর স্বামী পাপ্পুর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে সম্মানহানি করেছেন। লাভলীর অভিযোগ, তার পিতা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, তার নামে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে ১০-১২ টি মামলা রয়েছে।
লাভলীর অভিযোগ তার পিতা কালু দ্বিতীয় বিয়ে করে শিকারপুর গ্রামে বসবাস করেন এবং তার মাকে নানাভাবে অত্যাচার নিপীড়ন করছেন। তার স্বামী মুসলিম উদ্দিন পাপ্পুর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মুসলিম উদ্দিন পাপ্পু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার সিএন্ডএফ, ট্রান্সপোর্ট ও মিনিবাসের ব্যবসা রয়েছে। পাশাপাশি তিনি প্রতিষ্ঠিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক। স্বামীকে সামাজিকভাবে সম্মানহানি করার কারণে পিতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন লাভলী আক্তার।
সংবাদ সম্মেলনে লাভলী তার পিতা কালুর বিরুদ্ধে একাধিক মামলার কাগজপত্র সরবরাহ করেন। সরবরাহ করেন, পুলিশ যে কালুকে ধরতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেই নোটিশও।
লাভলী তার পিতার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।