মোঃ আনিসুর রহমান শেলী
টাঙ্গাইলের সখীপুরে পিকআপ- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সখীপুর-গোড়াই সড়কের পেকুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ (৪৫) উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল (কোষাধ্যক্ষ) সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে আব্দুর রউফ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে মির্জাপুরের পেকুয়ার উদ্দেশে রওনা হন। সাড়ে ৬টার দিকে পেকুয়া বাজারের আগে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। রউফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এরপর অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে গাজীপুরে চন্দ্রা এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, আব্দুর রউফ দলের জন্য নিবেদিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।