আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া খামাত পাড়ায় মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্ম এর আয়োজনে পবিত্র মাহে রমজান মাসে দুঃস্থ, পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধী, বিধবা ও অসহায়দের মাঝে মাস ব্যাপি ইফতারের আয়োজন করা হয়েছে। পহেলা রমজান থেকে শুরু করে পুরো মাস ব্যাপি এ ইফতার কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রম পরিচালনা করছেন মাগুড়া খামাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদুল করিম আজাদ। মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী মোশফেকুর রহমান ফারুক বলেন পবিত্র মাহে রমজান মাসে দুঃস্থ, পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধী, বিধবা ও অসহায়দের মাঝে ইফতার দিতে পেরে নিজেকে অনেক ভাল লাগছে এছাড়া এটি নিত্যান্ত একটি ভাল কাজ। শুধু মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্ম ছাড়াও এই কার্যক্রমে ডোনার হিসেবে যে কেউ অংশগ্রহন করতে পারবেন