1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

যশোর শার্শা পাঁচভূলোট সীমান্তে ১ কেজি স্বর্ণ সহ পাচারকারী আটক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

 

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ

খুলনা বিজিবি (২১)ব্যাটালিয়নের সদস্যরা শনিবার( ৮ এপ্রিল) দুপুরের দিকে শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ১ কেজি ওজনের বড় ২ পিস স্বর্ণ সহ এক পাচারকারীকে আটক করেছে। পাচারকারী শার্শার পাচভুলোট গ্রামের আব্দুল হালিমের ছেলে সাইদুল ইসলাম (২৫)।

 

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদে জানতে পারি স্বর্ণের এক পাচারকারী সীমান্তের ওই পথে ভারতে পাচার করার জন্য এ পথে আসছে।সে মোতাবেক পাচভুলোট বিওপির টহল দল গোপনে অবস্থান নেন।একটি ইজিবাইক আসতে দেখে বাইকটি থামানো হয়। ইজিবাইকের মধ্যে বসা পাচারকারীকে তল্লাশী করে তার প্যান্টের পকেটে বিশেষ লুকাইত স্বর্নের বারগুলোে উদ্ধার করা হয়।

 

পাচারকারী সীমান্তের এপথেই ভারতে স্বর্ণগুলো পাচার করতে চেয়েছিল।স্বর্নের আনুমানিক বাজারমুল্য ৮৫ লক্ষ টাকা।

 

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ৩০ (ত্রিশ) বারে ৩২ জন আসামীসহ সর্বমোট ৯৭ কেজি ০১৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৭৬,৯৬,১৯,৯৪৫/- (ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট