1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

যুবলীগের নেত্রীর অবৈধ সম্পদ দখলের অভিযোগ গ্রেফতারের দাবী ছাত্র জনতার।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

 

হোসাইন মাহমুদ স্টাফ রির্পোটার:
মাদারীপুরের আলোচিত সেই ফারজানা নাজনীনের অনুমোদনহীন অবৈধ বাড়ির বিষয়ে দুদক ইতিমধ্যে প্রধান কার্যালয়ে তথ্য প্রেরণ করেছে। আর পৌর কর্তৃপক্ষ বাড়ির তালিকা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। এছাড়া ছাত্র আন্দোলনে প্রকাশ্যে ছাত্র জনতাকে গুলি করে হত্যার ঘটনায় তিনটি হত্যা মামলার আসামী ফারজানা নাজনীন কে গ্রেফতারের দাবী ছাত্র জনতার। এদিকে ৫ জন আসামী গ্রেফতার হলেও বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খোঁজ নিয়ে যায়, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারজানা নাজনীন। সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খানের ক্ষমতাবলে শহরের ডিসির বাসার পিছনে পৌরসভার ১১১নং শকুনী মৌজার ৩৮৭, ৩৮৮ ও ২৮৯ নং দাগে ৭ শতাংশ জমির ওপর সরকারি ডোবা ও নালা জমির শ্রেণী পরিবর্তন করে নির্মাণ করেছেন সাড়ে তিন কোটি টাকার দৃষ্টিনন্দন অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মাণ করেছেন তিনতলা বাড়ি। এই সম্পত্তির মালিক ফারজানা নাজনীন ও তার মেয়ে তাসনিম জাহান মীম। সরকারি জমির শ্রেণী পরিবর্তন করে ক্ষমতার অপব্যবহার করে দখল করে নির্মাণ করেছেন এই বাড়িটি। গত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে ব্যয় করেছেন কোটি কোটি টাকা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদ দখলের অভিযোগ। তবে অবৈধ সম্পদ দখলের বিষয়ে দুদক ইতিমধ্যে প্রধান কার্যালয়ে তথ্য প্রেরণ করেছে। এদিকে অনুমোদনহীন বাড়ির বিষয়ে তালিকা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে যুবলীগ নেত্রীর সরাসরি ছাত্র জনতাকে গুলি করে হত্যার ঘটনায় তিনটি মামলায় আসামী করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট