বিশেষ প্রতিবেদক
প্রাণিসম্পদ অধিদপ্তরের তদবিরবাজ কর্মকর্তা উপকুলীয় চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক জিয়াউল হক কে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর জেলায় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প নামে একটি নতুুন প্রকল্পে পিডি বানাতে মরিয়া স্বয়ং প্রাণিসম্পদ মন্ত্রী শ, ম, রেজাউল করিম এমপি। অভিযোগ আছে কোটি টাকার লেনদেনের বিনিময়ে জিয়াউলের পিডি হওয়ার। কথাগুলো স্বয়ং জিয়াউল হক ই সর্বত্র প্রচার চালিয়েছেন।এখন সেই খবর অবশেষে সত্যি হয়ে গেল। সব কিছু ঠিক থাকলে জিয়াউল হক পিডি হবে এমন সিদ্ধান্ত চুড়ান্ত।
সূত্র জানায়, ১০ জানুয়ারী সকাল ১০টায় দ্বাদশ সাংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা শপথ নিবেন আর নিয়ম অনুযায়ী আগের সংসদ একই সাথে মন্ত্রী পরিষদও ভেঙ্গে যাবে তাহলে কোন কারনে ০৯ জানুয়ারী গভীর রাতেই পিডি নিয়োগে ৩ জনের নাম দিয়ে প্রস্তাব পাঠায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি। কোন বিশেষ কারণে এই দ্রুত সময়ের মধ্যে পিডি নিয়োগ দেওয়া হচ্ছে ? এর আগে এই প্রকল্পে পিডি নিয়োগ দেওয়ার জন্য তিনজন অফিসারের ভাইভা নেয়া হয়, সেই তালিকা বাদ দিয়ে কোন রকমের দায়সারা প্রস্তাব পাঠিয়ে জিয়াউল হককে পিডি বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে কিসের স্বার্থে ?
এই ব্যাপারে মতামত জানতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে দীর্ঘ রাতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর ব্যাবহৃত ফোনের হোয়াটৎএ্যাপ নাম্বারে বিষয় সম্পর্কে জানার জন্য একটি এসএমএস পাঠানো হয়।