অন্তর মিয়া।
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার
রাজনগর উপজেলার আলোচিত মিশ্রাব খান হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামী সৈয়দ আজাদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল। র্যাব ক্যম্পের, ইন্টেলিজেন্স, চৌকৌস অফিসার-এস, আই (নিঃ) মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে গত ১২ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারস্থ হক ফার্মেসীর সামন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে রাজনগর থানায় হত্যা মামলা নং-০৩,আসামি ছিলো সৈয়দ আজাদ আলী। তিনি সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের সৈয়দ মিয়াজান আলীর পুত্র। সৈয়দ আজাদ আলী-কে রাজনগর থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।