1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন্য গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

 

মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার তুহিন আহমেদ (২৪), রাজনগর উপজেলার আদমপুর (মিঠিপুর) এলাকার সালমান আহমদ (২৪) এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গা এলাকার মিজানুর রহমান (৩০)।

 

গত ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি দোকানি মোঃ ইমরান মিয়া তার পিতাকে সঙ্গে নিয়ে দোকানের মালামাল ক্রয় করতে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় পৌছালে নেভি-ব্লু রঙের একটি প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নেমে আসা ৩–৪ জন ব্যক্তি জিআই পাইপ দিয়ে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়।

 

ঘটনার পর পরই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের তত্ত্বাবধানে রাজনগর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) একটি বিশেষ দল গঠন করা হয়।

 

তদন্ত চলাকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আলমগীর কবীর এবং র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহায়তায় গত ২১ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার নূরজাহান হাসপাতালের সামনে থেকে তুহিন আহমেদ (২৪)কে গ্রেফতার করা।

 

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই। সালমান আহমদ (২৪)কে মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তার ব্যবহৃত একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

 

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টায় সদর উপজেলার হিলালপুর এলাকা থেকে এই ছিনতাই চক্রের আরেক সদস্য প্রাইভেট কার চালক মিজানুর রহমান (৩০)–কে গ্রেফতার করা হয়।

 

এরপর মৌলভীবাজার সদর উপজেলার শ্রীবাউর গ্রামের রনি দেবনাথের বাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট