কাজী নজরুল ইসলাম সভাপতি ও শেখ আসাদুল হক সনেট সাধারণ সম্পাদক। রাজৈর প্রতিনিধি
মাদারীপুর জেলার রাজৈর প্রেসক্লাব এর ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্য-নির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাজৈর বাজারদু গ্রেসক্লাবের কার্যালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির জরুরী সভায় দৈনিক ডেসটিনি পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম কে সভাপতি ও দৈনিক মুক্তখবর পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সুবার্তা’র নির্বাহী সম্পাদক শেখ আসাদুল হক সনেট কে সাধারণ সম্পাদক এবং দৈনিক খবরপত্র পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি হারুন উর রশিদ (রনি) কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কার্য-নির্বাহী কমিটি গঠিত
২ উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য মোঃ মাহাবুব হোসেন শিকদার, সদস্য আলহাজ্ব এমারাত আকন ও সদস্য শেখ মোস্তাফিজুল হক নাদির ত্রয়ের স্বাক্ষরে ১৩ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন।
সহ-সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান মোল্লা (দৈনিক অন্যদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান শাহিন শাহ (দৈনিক সূর্য্যোদয়), দপ্তর সম্পাদক পদে মনিরুল ইসলাম (দৈনিক এশিয়াবাণী), কোষাধ্যক্ষ পদে মোঃ সবাইল খন্দকার (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান নাজির (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল দাস (দৈনিক বাংলা ৭১) ও কার্য-নির্বাহী সদস্য পদে ৪ জন তারা হলেন:-মোঃ শফিকুল ইসলাম লাভলু (দৈনিক লাল সবুজের বাংলা), আকলিমা আক্তার (দৈনিক নব অভিযান), এইচ. এম সানোয়ার রহমান (দৈনিক সংবাদপত্র) ও শরীফুল বেপারী (দৈনিক মুক্তকন্ঠ) নির্বাচিত হয়েছেন। রাজৈর প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদ এর ‘ক'(১) ও ‘খ(২) ধারা মোতাবেক ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি, রাজৈর প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মতামত ও ৫ জন উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়ে কার্যক্রম সম্পন্ন করেছেন।