স্টাফ রিপোর্টারঃ
মোঃ সম্রাট তালুকদার
ভোরের আলো ফুটতেই আগামীকাল (রোববার) শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেট এর সবচেয়ে বড় মঞ্চ নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে ডালাস শহরের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে স্বাগতিক দেশ ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শর্ট ফরমেটের এই ক্রিকেট মহারণ । এই প্রথম একাধিক দেশে বসছে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের আসরের আয়োজক। এবং প্রথমবারের মত কোন বিশ্বকাপে ২০ টি দল অংশগ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টায় শুরু হবে নবম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি।এবারের বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ, যার মধ্যে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে ১৬টি ম্যাচ, বাকিগুলো ওয়েস্ট ইন্ডিজের ছয় ভেন্যুতে হবে। সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল সবই ওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল শেষে ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এ দিকে , ৮ জুন সকালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।
কিন্তু, সবার চোখ থাকবে ৯ জুন নিউইয়র্কে। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হাইভোল্টেজ ম্যাচে লড়বে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।
তবে, বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেছে। ফলে মূল পর্বের ম্যাচগুলোতে বৃষ্টিবিঘ্ন হওয়ার শংকা থাকছেই।
সবশেষে, প্রশ্ন থাকবে কার হাতে উঠছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি? গতবারের বিজয়ী ? নাকি নতুন কোন দল? তা তো কেবল সময়ই বলে দিবে।