
স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের তত্বাবধানে কাঁচপুরের শান্তি ও উন্নয়ন মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী কমিটির তত্ত্বাবধানে এ সমাবেশ আয়োজিত হয়। পাশাপাশি হাতে হাত রেখে কাজ করেছে সকল আওয়ামী অঙ্গ সংঘটনের নেতা ও কর্মীরা। সেই লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের হাতকে সর্বদিক থেকে শক্তিশালী করতে আয়োজনের প্রথম দিন থেকেই সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে নিরলস পরিশ্রম ও কর্ম তৎপরতার মাধ্যমে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে কাজ করেছেন নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মারুফুল ইসলাম ঝলক।
তিনি বলেন, আসন্ন নির্বাচন ঘিরে নানা রকম ষড়যন্ত্র চলছে। এই মুহূর্তে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প কিছুই নেই। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী ঐক্যতার মধ্যে সফলতা নির্ভরশীল। তাই আমি আওয়ামী পরিবারের সকলের সাথে হাত মিলিয়ে কাজ করছি। একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান হিসেবে এটা আমার কর্তব্য। ভবিষ্যতেও ঐক্যতার সাথে কাজ করার চেষ্টা করবো। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দেশ, দল ও জনকল্যাণমূলক যে কোন কাজে আমি সর্বদা প্রস্তুত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, জাহাঙ্গীর কবির নানক, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ ১ আাসনের সাংসদ ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক) এমপি, নারায়নগঞ্জ-২ এর সাংসদ নজরুল ইসলাম বাবু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সভা আবু হাসনাত শহীদ মোঃ বাদল, সোনারগাঁ উপজেলা আঃ লীগের সভাপতি এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম, সিঃ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়রপ্রার্থী মোহাম্মদ হোসাইন সহ নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার শীর্ষ স্থানীয় নেতা ও কর্মীরা।