1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাস্তার ওপরে নির্ভরতা কমিয়ে বিকল্প সেবাকে সহজ করতে হবে

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আমাদের রাস্তার ওপরে নির্ভরতা কমাতে হবে। বিকল্প হিসেবে ট্রেন ও অন্যান্য সেবাকে আরো সহজ করতে হবে। তাহলেই সড়কে চাপ কম হবে

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সবাই রাস্তা চায়। কেউ এক লেন আছে, সে দুই লেন চায়। কারো দুই লেন আছে, সে চার লেন চায়। আবার কারো চার লেন আছে, সে ছয় লেন চায়। এই রাস্তা করে সমস্যার সমাধান করা যাবে না।

এসময় তিনি ঢাকা-সিলেট মহাসড়কে চলমান যানজট নিয়ে তিনি আরো বলেন, ‘ট্রাফিকের শৃঙ্খলা থাকলে মানুষের সমস্যা হতো না। আমি ফিরেই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলব, যাতে এখানে ট্রাফিক ব্যবস্থা আরো ভালো করা যায়। ট্রাফিক শৃঙ্খলা থাকলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। পাশাপাশি বর্তমানে সাইট অফিসে ১২ জন কর্মকর্তা সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন এবং সকল কাজের অগ্রগতি তদারকি করবেন। তারা ঢাকায় অফিস করবেন না। যদি তারা এখানে না থাকেন, আর কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে।

নতুন একটি ফ্লাইওভারের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় যানজট নিরসনের জন্য একটি ফ্লাইওভারের জন্য আমরা কাজ করছি। খুব দ্রুতই তা বাস্তবায়ন হবে।’

এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে তীব্র যানজটে আটকা পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অবশেষে বাধ্য হয়ে তিনি প্রথমে হেঁটে ও পরে মোটরসাইকেলে চড়ে পরিদর্শন করতে করতে সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছান

এদিন সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইলের বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা হন উপদেষ্টা। কিন্তু বাহাদুরপুর এলাকায় তার গাড়িবহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা যানজটে থাকার পর দুপুর ১টার দিকে তিনি মোটরসাইকেলে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান। এর আগে উপদেষ্টা ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসেন এবং হোটেল উজানভাটিতে কিছু সময় যাত্রাবিরতি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট