1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় আজিজুল বারী হেলাল,বৃক্ষ যেমন আমাদের ছায়া ও সুরক্ষা দেয়, বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণকে তেমনই আগলে রাখবে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপির আমলে মানুষ ছিলো স্বস্তিতে,শান্তিতে ও নিরাপত্তায়। তখন দেশের প্রতিটি ঘরে ছিল আলো,বিদ্যুৎ ঘাটতি ছিল না,দ্রব্যমূল্য ছিল নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষ পেতো ন্যায্য দামে প্রয়োজনীয় পণ্য। কর্মসংস্থানের সুযোগ ছিল পর্যাপ্ত, ফলে তরুণরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল। কৃষক পেতো কৃষি পণ্যর ন্যায্য মূল্য, শিক্ষার্থীরা পেতো মানসম্মত শিক্ষা,আর স্বাস্থ্যসেবা পৌঁছে যেত সাধারণ মানুষের দোরগোড়ায়।
তিনি একটি বাড়ি একটি গাছ কর্মসূচি নিয়ে বলেন বলেন বৃক্ষ শুধু ছায়া দেয় না, জীবন দেয়। একটি গাছ মানে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ। গাছ আমাদের অক্সিজেন দেয়, বায়ু বিশুদ্ধ করে, মাটি রক্ষা করে, এমনকি জীব বৈচিত্র্যের ভারসাম্যও বজায় রাখে। আজ পৃথিবী জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চাপে। এই সংকট মোকাবিলায় সবচেয়ে সহজ, কার্যকর ও টেকসই উপায় হচ্ছে বৃক্ষরোপণ রোপন করা। তাই আমরা এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন শুরু করেছি। ইতিমধ্যে আজ আমরা ৫ হাজার বৃক্ষের চারা বিতরণ এবং রোপন করে ফেলেছি। তাই বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে জনগণকে তেমনই আগলে রাখবে, যেমন বৃক্ষ মানুষকে ছায়া ও সুরক্ষা দেয়।
তিনি আরও বলেন বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণের ক্ষমতায়, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে দেশের প্রকৃত অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে। ক্ষমতায় থাকাকালীন বিএনপি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেছে নিরলসভাবে গ্রাম থেকে শহর পর্যন্ত অবকাঠামো উন্নয়ন, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা, ও তথ্যপ্রযুক্তিতে অগ্রগতি ছিল তার বাস্তব প্রমাণ। আজও বিএনপি সেই নীতি ও আদর্শে অটল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে। ধানের শীষ প্রতীকের বিজয় মানে শুধু একটি দলের নয়, এটি জনগণের বিজয় জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের বিজয়। ধানের শীষের জয় মানে, আবারও মানুষের মুখে হাসি ফেরা, কর্মসংস্থান বৃদ্ধি, এবং ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা।
তিনি আজ ১১ নভেম্বর বিকালে রূপসা কলেজ চত্বরে নৈহাটি ও টিএসবি ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সেন্টার কমিটি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা মহিলাদলের আহবায়ক এ্যাড তসলিমা খাতুন ছন্দা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।
নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন।
নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম ও টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ,আছাফুর রহমান,রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক রয়েল আজম,মহিলা যুবদলের সদস্য সচিব শারমিন আক্তার আখি,সাবেক জেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার,রবিউল ইসলাম রবি,ইলিয়াস হোসেন,আনসার আলী বিশ্বাস,হুমায়ূন কবীর,রূপসা থানা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, কৃষকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব,সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার,খন্দকার শরিফুল ইসলাম,সাজ্জাদ হোসেন সরদার, এইচ এম কামরুল ইসলাম কচি,সৈয়দ কামরুজ্জামান নান্টু,মিজান চৌধুরী,আকরাম সরদার টুলু,ইসলাম সরদার,রূপসা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মাসুদ খান,হাকিম কাজী,বাবু মোল্যা,ফিরোজ মাহমুদ,সৈয়দ মাহমুদ আলী,বাবুল শেখ,জাহাঙ্গীর হালদার,নজরুল ইসলাম, সেলিম রেজা, শামীম হাসান, মাসুম রেজা,কবীর শেখ,শাহজামান প্রিন্স,মুক্তাদির বিল্লাহ, ইসরাইল বাবু,মাঈনুল হাসান,রাজু দাস, মুশফিকুর রহমান সুমন,রনি লস্কর, কাজী জাকারিয়া,নাঈম আহম্মেদ, জান্নাতুন নাঈম, নজরুল ইসলাম, কামরুল মোড়ল, মোস্তাইন শেখ,ফারুক আহম্মেদ,সফর কাজী, মিজানুর রহমান,জাকির শেখ, আকতার শেখ, মাহমুদ খান,গোলাম রসূল, ইব্রাহিম প্রমূখ।
এরপূর্বে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনা-৪ আসনের বিএনপির উদ্যোগে তার পক্ষ থেকে একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া স্কুল,বেলফুলিয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়,খানমোহাম্মাদ পুর, শিরগাতী,জে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দূর্জনীমহল ও যুগিহাটী এলাকায় বৃক্ষের চারা বিতরণ এবং রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি সদস্য আরিফুর রহমান আরিফ,নাজমুস সাকিব পিন্টু,রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট