আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় টি,এস,বি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামাতে ইসলামীর আয়োজনে ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ ও ওয়ার্ডের ৪৫ জন কোরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ৮-ই নভেম্বর রাতে দক্ষিন খাজাডাঙ্গা হাতেম তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন খুলনা-৪ আসনের জামাতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশে ওলামা ও মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা কোরআনের পক্ষে অবস্থান নিয়ে কোরআন কে পার্লামেন্টে পাঠাতে নিরলস কাজ করছে। আমরা শুধু কোরআন খতম করে নিজেদের মধ্যে রাখতে চাই না। এবার সময় এসেছে কোরআন কে পার্লামেন্টে নেওয়ার। কোরআনের সাংবিধানিক নির্দেশনার আয়াত-ই হবে পার্লামেন্টের আইন।
হাফেজ মাওলানা আঃ গফফারের সভাপতিত্বে মাষ্টার মিরাজুল ইমলাম হক এর পরিচালনায় বক্তৃতা করেন থানা নায়েবে আমির ডাঃ রেজাউল কবির খান,সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি নাজিম উদ্দিন, হাফেজ জাহাঙ্গীর ফকির,টিএসবি ইউনিয়ন আমীর অধ্যাপক আসাদুজ্জামান,হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ গোলাম রসুল, শাফিয়ার রহমান, ইব্রাহিম খলিল ফারুকি, আবুল বাসার গাজী, মো, আল আমিন শেখ, ইসলামী আন্দলন টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ হারুন অর রশিদ, হাফেজ আল আমিন,তামিম বাদশা, সাইফুল ইসলাম, আল মামুন, তানিমুল ইসলাম শ্রাবন, হাফেজ মুফতি আব্দুল্লা, হাফেজ মুত্তালেব, হাফেজ আব্দুল্লাহ, হাফেজ শাহাজাহান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নেয়ামত আলী প্রমূখ।