আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) :রূপসায় আজ রবিবার সকাল ১১টায় আইচগাতীতে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সড়ক জনপদে জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো রাজনৈতিক কর্মসূচি বিএনপি দেবে না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “রাজনীতি মানে মানুষের সুবিধা বাড়ানো, কষ্ট দেওয়া নয়। বিএনপি পরিবর্তনের রাজনীতি চায়,সংঘাতের নয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
বিএনপি নেতা হেলাল বলেন শীত নামতেই দেশের প্রতিটি জেলায় নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে।আওয়ামী লীগ লকডাউনের ডাকদিয়ে নিজেরাই ভারতে লকডাউনে আছে। অন্যদিকে জামাত সকাল-বিকাল বক্তব্য পাল্টে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।তারা জনগণের ভোটকে ভয় পায়,নির্বাচনকে ভয় পায়।কিন্তু বিএনপি জনগণের কাছে যায় এবং গণতন্ত্রে বিশ্বাস করে।
তিনি আরও বলেন আমরা স্পষ্টভাবে বলেছি একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। দেশ চালাতে হলে জবাবদিহি থাকতে হবে,আর ক্ষমতার সীমা না থাকলে দেশ পিছিয়ে যায়। এজন্যই বিএনপি পরিবর্তনের রাজনীতি চায়।সভায় জেলা বিএনপির নেতারা বলেন দেশের মানুষের মনোযোগ এখন ভোটের মাঠে এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি জনগণ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আগ্রহী। তারা অভিযোগ করেন, অতীতের মতো সন্ত্রাস বা ভয় দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করলে জনগণই তা প্রতিহত করবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল মোল্লা, কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, নাজমুস সাকিব পিন্টু, আব্দুস সালাম মল্লিক, রিয়াজ মোল্লা, আরিফুর ইসলাম আরিফ, আলী আজগর, খান সাহানুর রহমান আর্জু, শেখ আনিসুর রহমান, আতাউর রহমান রনু, বাবু উজ্জ্বল কুমার সাহা, গোলাম মোস্তফা তুহিন, শেখ সাঈদ, মাহমুদুল আলম লোটাস, মোল্লা সাইফুর রহমান সাইফ, মোল্লা সাইফুর রহমান মিন্টু, চৌধুরী কাওছার আলী, বিকাশ মিত্র, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, আসাদুজ্জামান বিপ্লবসহ জেলা,উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি,কেন্দ্রভিত্তিক কমিটি ও প্রচারণার কৌশল নিয়ে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করেন।