আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় আজ ১৪-ই আগস্ট শুক্রবার বিকালে রূপসা থানার মোড় বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ৪নং টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন, থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, সহ সভাপতি নাসিরুদ্দিন, উপজেলা তারবিয়্যাত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, জামায়াত নেতা এ্যাড. কামরুল হাসান পলাশ।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন টিএসবি ইউনিয়ন শাখার সভাপতি আবুল বাশার গাজী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মিজান শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন হাফেজ মো: হারুন-অর-রশিদ, মাওঃ আবদুল গফ্ফার, মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, আব্দুল মান্নান, কাজী হেদায়েতুল্লাহ, নাসির উদ্দিন, তামিম বাদশা, আরিফ বিল্লাহ, হেলাল খান, লিটন শেখ, আসাদুজ্জামান, জুম্মান আনসারী প্রমুখ।
সমাবেশ শেষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।