আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্প-বাহিরদিয়া গ্রামের হরিসভা সার্বজনীন পূজা মন্দিরে দুর্গাপূজার ঐতিহ্য শতবছরেও বেশি। মন্দিরের বর্তমান সভাপতি সুধির দাস এর সাথে আলোচনা করে জানা যায় এই মন্দিরে দুর্গাপূজার ঐতিহ্য ১২৯ বছরের। দেশে বিভিন্ন স্থানে মাঝে-মধ্যে পূজা পালনে শঙ্কা ও উদ্বেগ থাকলেও এই মন্দিরে পূজা পালনে কখনো কোন সমস্যা হয়নি। বিশেষ করে এই মন্দিরের প্রতিমা বিসর্জন করা হয় নিকটবর্তী একটি মুসলিম মালিকানায় ঐতিহ্যবাহী জমাদ্দার পরিবারের পুকুরে।মন্দিরের ১২৯ বছর ধরেই এই পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া রীতি চালু রয়েছে এবং এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি । সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্হাপন করা পুকুরের অন্যতম মালিক বাদশা জমাদ্দারের সাথে মন্দিরের সামনেই কথা হয়, বাদশা জমাদ্দার সাবেক ছাত্র দল নেতা, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সার্চ কমিটির অন্যতম সদস্য। বাদশা জমাদ্দার জানান তাদের পূর্ব পুরুষ সাম্প্রতিক সাম্যাবস্থা বজায় রাখতে মন্দিরের নিকটবর্তী তাদের মালিকানায় থাকা পুকুরটিতে প্রতিমা বিসর্জন এর অনুমতি প্রদান করেন, যা এখনো বিদ্যমান। বাদশা জমাদ্দার আরও জানান পারিবারিক শতবছরের ঐতিহ্য সাথে খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ভাই এর নির্দেশনা অনুযায়ী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমরা আজও পুকুরটি ভরাট না করে প্রতিমা বিসর্জন এর জন্য উন্মুক্ত রেখেছি। তিনি আরও জানান পারিবারিক সিদ্ধান্তে শুধু প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নয়,আমরা মন্দিরের নিরাপত্তাসহ সার্বিক সহোযোগিতা করে আসছি, আশাকরি আমাদের মতোই পুরো বাংলাদেশে এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।