আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) :রূপসার নৈহাটি ইউনিয়নের তালিমপুর কদমতলা মোড়ে দরিদ্র মুদি দোকানদার আবুল কালামের দোকানটি গত ১লা মে রাতে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে।
আজ ৩ মে বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু কালামের পুড়ে যাওয়া দোকান ঘরটি পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ সহায়তা হিসেবে ৫,০০০ টাকা প্রদান করেন। এ ছাড়াও অন্যান্য সরকারি সহায়তা প্রাপ্তির জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি আশ্বাস প্রদান করেন । এ সময় নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইলিয়াস শেখ ও অন্যান্য
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।