আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল খেলার চতুর্থ দিনে খুলনা বিশ্ববিদ্যালয় ম্যানাস ইউনিটাস এফসি ৩-০ গোলে ডুমুরিয়া স্পোর্টস একাডেমীকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈহাটী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলার প্রথমার্ধে গোল শুন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়র্ধে বিজয়ী দলের ইমাম (জার্সি নং-৭) প্রথম গোলটি করেন। পরবর্তীতে ইব্রাহিম (জার্সি নং ১৩) আরো দুইটি গোল করে বিজয় নিশ্চিত করেন। খেলা পরিচালনা করেন কেডিএস’র রেফারি মো: সুমন রাজু ও নিলয় বেগ, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন বিপ্লব সরকার ও জামাল মোল্লা। খেলার শুরুতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মোঃ মঈনুল ইসলাম টুটুল।
খেলায় ধারাভাষ্যকারের দায়ীত্ব পালন করেন মুস্তাহিদুর রহমান মুক্ত।