আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় আজ ২৬-শে জুলাই শনিবার সকাল ১০ টায় উপজেলা অফির্সাস ক্লাবে উপজেলা প্রশাসন,সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রিকতা।
বিশেষ অতিথি ছিলেন রুপসা থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আনোয়ারুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমদ। জুলাই আন্দোলনের উপজেলার জুলাই যোদ্ধা ও জুলাই কন্যাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ জুলাই শপথ বাক্য পাঠ করান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউশা মোল্লা ,রুপসা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।