1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় সরকারী লীজকৃত জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : আজ রোববার (৩ আগস্ট) বেলা ১১ টায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন এর শ্রীরামপুর গ্রামের ৭০ টি ভুক্তভোগী ভূমিহীন পরিবারের আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ভূক্তভোগীরা বলেন আমরা ১৯৮০ সাল হতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় হতে বন্দবস্তের মাধ্যমে বৈধ ভাবে লিজকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি এবং উক্ত জায়গায় ঘর নির্মান করে নিয়মিত সরকারী রাজস্ব পরিশোধ করে আসছি। সম্প্রতি ১৯৯০ সালের একটি দলিল দেখিয়ে আমাদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে। আমরা মনেকরি এই ধরণের নোটিশ অন্যায্য ও হয়রানিমূলক। উক্ত দলিলটি আমাদের পূর্ববর্তী সরকারি বন্দবস্তের মাধ্যমে ও দখলকারীগণ অগ্রাহ্য করে; আমাদের দীর্ঘদিনের বসবাস, সামাজিক স্থিতিশীলতা এবং মানবাধিকারকে লংঘন করছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমাইল মুন্সি। এসময় উপস্থিত ছিলেন অইজুল, হানিফ, মো: সিদ্দিকুর রহমান, মো: মোস্ত ফকির, বিল্লাল শিকদার, মো: মাহাবুর সরদার, মুরাদ সরদার, ইউনুস সরদার, এনায়েত সরদার, শরিফুল সরদার, মো: আবু শেখ, সৌরভ সরদার, ইসরাইল পাইক, জাহিদ সরদার, মো: নুরইসলাম শেখ, শাহিন, হিশার, সালমা, নুর জাহান, নাইম, মুরা, ছনিয়া খাতুন, খাদিজা, জামিলা, মুনু, জামির, অরুন,মেহেরুন, আঙ্গুরা,ফরিদা প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট