আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : “শিক্ষা, ঐক্য, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি”। এ স্লোগান সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অধিবেশন আজ ৮ মে সকাল ১১ টায় রূপসা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলার ৩টি কলেজ যথা- রূপসা কলেজ, সরকারি বেলফুলিয়া (বঙ্গঃ) কলেজ ও আলাইপুর কলেজ। তাছাড়া তেরখাদা উপজেলার ১টি (সরকারি নর্থ খুলনা কলেজ)। প্রায় দেড় যুগ পর এ ৪টি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীতা বাছাই শেষে ভোট গ্রহণ শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাফি ইসলাম। তিনি বলেছেন- শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের রাজনীতি চলবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে সন্ত্রাসীর ঠাঁই হবে না। রাজনীতি করতে হবে স্বচ্ছতার সাথে। নিষিদ্ধ ও গুপ্ত সংগঠন থেকে দলের নেতাকর্মীদের দূরে থাকতে হবে। তিনি আরো বলেন- যারা ত্যাগী ও রাজপথে সংগ্রাম করেছেন, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। দেশের মানুষ যাতে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে পারে এজন্যই ছাত্রদলের এ কাউন্সিল অধিবেশন। সুশিক্ষা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান ও মো. শাহেদ হাসান। প্রধান বক্তা ছিলেন- খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।
এ সময় বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, শাহ জামান প্রিন্স।
রূপসা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কার এর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন- সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, রূপসা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূরুল আমিন পাপ্পু, সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমন তালুকদার। তাছাড়া জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।