1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ২৪-শে সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.আহসান হাবীব প্রামানিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার-উল-কুদ্দুস,শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচীব জাবেদ মল্লিক, জামায়াত ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ, আসাফুর রহমান, কাজদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, মাদ্রাসা সুপার শফিউদ্দীন নেসারী, জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গির ফকির,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, ইউপি সদস্য ফিরোজ মাহমুদ,ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, তামিম হাসান লিওন,শামিম হাওলাদার, তরিকুল ইসলাম প্রমূখ। আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজার সময় ইটের ট্রলি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তাছাড়া কোনক্রমে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। অপরদিকে মৎস্য দপ্তর থেকে চিংড়িতে পুশ বিরোধী অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। টিএসবি ইউনিয়নের তিলকে কার্বন ফ্যাক্টরি থেকে নির্গত ধোয়া পরিবেশ বিনষ্ট করার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এবং সাধারণ মানুষ বিভিন্ন রোগে ভুগছে। বিষয়টি আলোচনায় উঠে আসে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট