1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান এর দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টায় আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তল,রামদা ও চাকুসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতদের নিকট হতে ম্যাগজিনসহ ৭ ইঞ্চি লম্বা একটি পিস্তল,কাঠের বাটসহ ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা , একটি স্টিলের তৈরী চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের নিখিল দাস এর ছেলে নিপুন দাশ (৪১) , একই গ্রামের নিখিল মহলীর ছেলে নৃপেন মহলী (৪১) ও নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহন্তের ছেলে অভিজিত মহান্ত (৩০) । আটক সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী।
পুলিশ জানায় সোমবার ২১ জুলাই সন্ধ্যা অনুমান ৭.৩০ টার সময় রূপসা থানা পুলিশ সংবাদ পায় কতিপয় দুর্বৃত্তরা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার আঃ সাত্তার (এস আই নিঃ)ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করতে ব্যর্থ হলেও হাল ছাড়েননি ওসি । অবশেষে ২২-শে জুলাই সকালে সোর্স এর দেয়া তথ্যে ওসির নেতৃত্বে-ই দুষ্কৃতিকারীদের ডোবা গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নর্নিয়া বিলের মধ্যে একটি ঘেরের বাসা থেকে অস্ত্রসহ পুলিশ উল্লেখিত ৩ জনকে আটক করে। তবে তাদেরকে আটক করতে পুলিশকে মারাত্মক বেগ পেতে হয়,পুলিশ এবং স্হানীয় জনগণ প্রায় দুই ঘন্টা তাদের অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান ওসি মাহফুজুর রহমানের সাহসী ও দক্ষ কৌশলে রক্তাক্ত সংঘর্ষ ছাড়া সকাল ১১.৩০ এ সন্ত্রাসীদের আটক করা সম্ভব হয়।
এ সময় ধৃত আসামী নিপুন এর দেখানো মতে ডোবা গ্রামের নর্ণিয়া বিলে নিপুনের মৎস্য ঘেরের বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত-দের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। আজ বুধবার আসামিদের কোট হাজতে প্রেরণ করা হবে বলে রূপসা থানা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট