মোঃ ইমরান তালাশী
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজার সংলগ্ন অবৈধ ভাবে দখল করা জমি রেঞ্জ কর্মকর্তা বিট কর্মকর্তা এবং ফরেস্ট গার্ড মুক্ত করে।
তথ্য প্রমান পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেঞ্জ কর্মকর্তা বিট কর্মকর্তা এবং ফরেস্ট গার্ড উচ্ছেদ অভিযান চালায়।
রাজেন্দ্রপুর রেঞ্জাধিন রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজার সিএস দাগ নং ৯, আর এস দাগ নং ২৫ তফশিলভূক্ত ইজ্জতপুর বাজার সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে আরসিসি কলাম করে দোকান ঘর নির্মাণ করার অপরাধে অদ্য ২৭.০৮.২০২৩ তারিখ রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অত্র বিটের সহকর্মী সহ সালনা, মনিপুর ও সূর্যনারায়ণপুর বিটের স্টাফ ও বিট কর্মকর্তা, মনিপুর এর উপস্থিতিতে সফলভাবে অবৈধ দখল মুক্ত করে।
তথ্য প্রমানে পাওয়া যায়, দখলদার ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের (কমিটি) রাজেন্দ্রপুর পূর্ব বিটের গার্ড শেখ শহিদুল ইসলাম ও আলমগীর হোসেন কে অর্থের বিনিময়ে খুশি করিয়ে অবৈধ বনভূমি দখল করেছিল।
ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের কমিটি বনভূমি দখল করে আরসিসি কলাম করে দোকান ও ঘরবাড়ি গড়ে উঠে।
তথ্য প্রমান পেয়ে বিট কর্মকর্তা ফেরদৌস ও রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা এবং ফরেস্ট
গার্ড মুহাম্মদ ফিরোজ শেখ এর নেতৃত্বে চলে অবৈধ বনভূমি উচ্ছেদ অভিযান।
রাজেন্দ্রপুর পূর্ব বিটের গার্ড শেখ শহিদুল ইসলাম ও আলমগীর হোসেন , কর্মরত অবস্থায় ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের (কমিটি) থেকে বিশাল অংকের টাকার বিনিময়ে বনভূমি দখলে সাহায্য করে। তাছাড়া তাদের অচ্যাচারে অতিষ্ট এলাকাবাসী।টাকার বিনিময়ে বনভূমি দখল করে বাড়িঘর নির্মাণ করার অনুমতি দেন তারা
বিট কর্মকর্তা ফেরদৌস ও রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা এবং গার্ড ফিরোজ শেখ এর নিকট তথ্য আসলে , ঘটনাস্থলে উপস্থিত হলে। তথ্য প্রমান সত্য পাওয়া যায়। পরবর্তী তে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেন। আরসিসি কলাম দিয়ে দোকান ও ঘরবাড়ি নিমিষেই ধ্বংস করে দেন।
পরবর্তী তে গার্ড শেখ শহিদুল ইসলাম ও আলমগীর হোসেন কে অতি সিগ্রই বদলি করা হয়েছে।
ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের কমিটির বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলতেছে।
সর্বশেষ বিট কর্মকর্তা ফেরদৌস ও রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন। বনভূমি হচ্ছে সরকারি ভুমি , অবৈধ ভাবে যেই দখল করুক না কেন,আইন অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতেই হবে।