লালমনিরহাট প্রতিনিধি;
মো: রব্বানী ইসলাম
লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের অংশগ্রহণে আজ শনিবার (১৩ জুলাই ২০২৫) সকালে অনুষ্ঠিত হয়েছে কীট প্যারেড।
সকাল ৮টায় শুরু হওয়া এ প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)।
প্যারেডের নেতৃত্ব দেন প্যারেড অধিনায়ক জনাব মোঃ আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআই (ভারপ্রাপ্ত), পুলিশ লাইন্স, লালমনিরহাট।
জেলার বিভিন্ন ইউনিট থেকে গঠিত মোট ৫টি কন্টিনজেন্ট এ প্যারেডে অংশ নেয়। প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পুলিশ সদস্যদের প্রতি শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হকসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
লালমনিরহাট প্রতিনিধি /মো: রব্বানী ইসলাম ১৩-০৭-২০২৫_