1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বিভিন্ন সীমান্তের ৩টি টহল দল একযোগে এই অভিযান পরিচালনা করে। ‎

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে



‎লালমনিরহাট প্রতিনিধি:
‎মো রব্বানী ইসলাম


‎লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপসহ পৌনে তিন লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বিভিন্ন সীমান্তের ৩টি টহল দল একযোগে এই অভিযান পরিচালনা করে।

‎১৮ জুলাই শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মাদক পাচার করবে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সুনির্দিষ্ট এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ১৫ বিজিবি’র তিনটি টহল দল স্থানীয়দের সহায়তায় কাশিপুর, শিমুলবাড়ী ও দৈখাওয়া সীমান্ত এলাকায় ওঁৎ পেতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৬.৫ কেজি গাঁজা, ৯৪ বোতল ইস্কাফ সিরাপ এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের সর্বমোট বাজারমূল্য ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা।

‎এ বিষয়ে ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।” তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।

‎এ ঘটনায় পলাতক আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


‎লালমনিরহাট প্রতিনিধি / মো: রব্বানী ইসলাম ১৮-০৭-২০২৫_

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট