লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর অন্যতম লায়ন্স ক্লাব অব চিটাগাং লিজেন্ড এর পক্ষ থেকে ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন হযরত কালু শাহ (র) বালিকা বিদ্যালয়ে বহুমুখী সেবা প্রদান করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদদিন আহমেদ অপু পিএমজেএফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। এছাড়া সমমানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, জিএসটি জেলা কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, আরসি হেড কোয়ার্টারস লায়ন তারেক কামাল, লায়ন খোরশেদ আলম ও কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী।
এছাড়াও লিজেন্ড ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সার্ভিস চেয়ারপার্সন ও সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন মনোয়ারা বেগম, প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার ইফতেখারুল আলম, সেক্রেটারি লায়ন সাইফুল্লাহ মিনার, জয়েন্ট সেক্রেটারি লায়ন আব্দুল্লাহ আল মামুন, টেইল টুইস্টার লায়ন এনায়েত হোসাইন ও ডিরেক্টর লায়ন আব্দুল্লাহ আল নোমান, সদস্য মো: তমিজ উদ্দিন সহ আরো অনেকে।
এই আয়োজনে গাছের চারা রোপন, Spoken English এর উপর ওয়ার্কশপ, ডেংগু সচেতনতা, শিশু Cancer সচেতনতা, প্লাস্টিক বিরোধী প্রচারনা ও খাদ্য বিতরণ করা হয়।
এই বহুমুখী সেবা প্রদান অনুসঠান পরিচালনা ও ট্রেনিং সেশনে ট্রেনার ছিলেন লিজেন্ড ক্লাব এডমিন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন লিজেন্ড ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইফতেখারুল আলম।