1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লোহাগড়া থানার ভেতর থেকেই উধাও অটোভ্যান! তদন্তে পুলিশ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য—নড়াইলের লোহাগড়া থানার ভেতর থেকেই চুরি হয়ে গেছে একটি ব্যাটারি চালিত অটোভ্যান! সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা। ভ্যানটির মালিক রাজুপুর গ্রামের লুৎফর মোল্যার ছেলে রাজু মোল্যা (৩৫)।

রাজু মোল্যা জানান, ওইদিন জয়পুর জামরুলতলা সুইচগেট এলাকা থেকে এক যাত্রীকে নিয়ে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখান থেকে যাত্রীটি তাকে থানার ভেতরে যেতে বলেন। রাজু থানার ভেতরে পৌঁছে পেয়ারা গাছের পাশে ভ্যান রেখে অপেক্ষা করতে থাকেন।

এরপর ওই যাত্রী জানায়, তিনি থানার মসজিদে নামাজ আদায় করবেন। নামাজ শেষে রাজুকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন এবং সেটি থানার ভেতরে মোটরসাইকেলে বসা আরেক ব্যক্তিকে দিতে বলেন। রাজু মোল্যা কিছুক্ষণ অপেক্ষার পর ভ্যান রাখার স্থানে ফিরে গিয়ে দেখেন—অটোভ্যানটি উধাও!

রাজু জানান, যাত্রীটি নিজেকে থানার তদন্ত কর্মকর্তার পরিচয়ে পরিচয় দিয়েছিলেন, ফলে তিনি কোনো সন্দেহ করেননি। পরে বুঝতে পারেন, এটি ছিল একটি সুচিন্তিত প্রতারণা ও চুরির ফাঁদ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই থানার সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করা হয়েছে। আমরা চোরের পরিচয় শনাক্তে কাজ করছি। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনাটি থানার ভেতরে সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন—যদি থানার ভেতরেই এমন চুরি ঘটে, তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট