1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লোহাগড়ায় জমি বিরোধে নৃশংস হামলা: পিতাকে কুপিয়ে হত্যা, ঢাকায় নেওয়ার পথে ছেলেরও মৃত্যু

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন উপজেলার বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ (৬০) ও তার ছেলে নাহিদ শেখ (৩০)। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ভাটার পাশে এই নৃশংস ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন একই গ্রামের কবির শেখ ও সোহান শেখ। এছাড়াও হামলাকারী পক্ষের একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।
বুধবার সকালে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ বিরোধপূর্ণ জমির আইল কাটতে গেলে কাওছার শেখের পক্ষের কয়েকজন অতর্কিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখ নিহত হন।

গুরুতর আহত অবস্থায় নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনিও মারা যান।

ওসি শরিফুল ইসলাম আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট