স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ হিসেবে উন্নত মানের ৫৭টি বেড সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে নবাগত ইউএনও মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম মাসুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো. জসিমসহ অনেকেই। জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা পরিষদ। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান চিকিৎসা উপকরণগুলি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কুশোল বিনিময় করেন। এসময় তিনি সেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,
লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আশরাফ,দপ্তর সম্পাদক নয়ন শেখ, নিসরাপ এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলমসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।