
স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, দোকানদার, এমনকি শিক্ষার্থীরাও। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং রাস্তাঘাট সংস্কার না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পানি জমে থাকায় চলাচল করতে হচ্ছে হাঁটুপানি মাড়িয়ে। বিশেষ করে লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পি বলেন,
“বছরের পর বছর ধরে আমরা এই সমস্যার মুখোমুখি হচ্ছি। পৌরসভার চরম উদাসীনতার কারণেই লোহাগড়া বাজারসহ পুরো পৌর এলাকায় জলাবদ্ধতা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে রাস্তাঘাট সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হোক।”
এ সময় বাজারের আরও কয়েকজন ব্যবসায়ী—রিফাত, মিল্টন, সজল ও রফিক বলেন,
“প্রতিটি বর্ষায় একই দৃশ্য দেখতে হয়। কেউ শোনে না আমাদের কষ্টের কথা। এখনই যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আরও ভয়াবহ সমস্যা দেখা দেবে।”
লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘব ও স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার স্বার্থে এখনই প্রয়োজন বাস্তবধর্মী ব্যবস্থা।