1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

শান্তিপূর্ণভাবে শ্রীমঙ্গল উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)

 

মৌলভীবাজার ৪(শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের

শ্রীমঙ্গল উপজেলায় কোন ধরনের ঝামেলা অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

 

রবিবার(৭জানুয়ারী)সকাল ৮ ঘটিকায় হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার ৪(শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।

 

শীতের সকালে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় এমন চিত্র এবং ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল তূলনামূলক কম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে,মৌলভীবাজার ৪(শ্রীমঙ্গল কমলগঞ্জ) সংসদীয় আসনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী আবদুল মুহিত হাসানি উনার প্রতীক মোমবাতি ইসলামি ঐক্য জোটের মো.আনোয়ার হোসাইন উনি মিনার প্রতীক নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রাথী আব্দুস শহীদ তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনটি মূলত চা বাগান অধ্যুষিত এলাকা এ অঞ্চলে চা জনগোষ্ঠীর বসবাস বিশাল ভোট ব্যাংক রয়েছে এ অঞ্চলটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুস শহীদ চা জনগোষ্ঠীর কাছে বেশ জনপ্রিয় অপরদিকে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী আবদুল মুহিত হাসানি ও ইসলামি ঐক্য জোটের মো.আনোয়ার হোসাইন সহ দুই প্রার্থী এ অঞ্চলে চা জনগোষ্ঠীর মাঝে অপরিচিত প্রার্থী হিসেবে বিবেচিত।অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুস শহীদ এ অঞ্চলে চা জনগোষ্ঠীর প্রিয় লোক হওয়ায় বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলায় তরুণ ভোটারদের উপস্তিতি ছিলো চোখে পরার মতো বেলা বাড়ার সাথে সাথে তরুণরা দলবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে দেখা যায়।এমন একজন তরুণ শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ভোটার মো.শামীম মিয়া বয়স ১৯ তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম পছন্দের প্রার্থীকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট দিতে পেরে নিজের কাছে আনন্দ লাগছে।

 

এসময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো.আব্দুস শহীদ বলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ বাসীর ভালোবাসায় ৬ বারের মতো সংসদ সদস্য ছিলাম এবং শ্রীমঙ্গল কমলগঞ্জের জনগণের ভালোবাসায় ৭ম বারের মতো নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে আমার নির্বচনী এলাকা শ্রীমঙ্গল কমলগঞ্জকে সাজিয়ে তুলবো।

সময় সল্পতার কারণে বাকী প্রার্থীদের বক্তব্য নিতে পারিনাই

 

 

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্রীমঙ্গল ঘোষণা অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলার এর ৮৭ ভোট কেন্দ্রের মাঝে ১৮ভোট কেন্দ্রের ফলাফল দেওয়া হলো বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী আবদুল মুহিত হাসানী মোমবাতি প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৩ ইসলামি ঐক্য জোটের মনোনীত প্রার্থী মো.আনোয়ার হোসাইন মিনার প্রতীকে ভোট পেয়েছেন ৬০৫ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে আব্দুস শহীদ ভোট পেয়েছেন ১৯ হাজার ৮ শত ২৮।

৬৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট