আমিনুল হক বাবু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন শাহজাদপুর সাংবাদিক ফোরাম।
উল্লেখ্য নবাগত ইউএনও গত ৩০ (জুলাই) শজাদপুরে যোগদান করেন।
সোমবার (৭ আগষ্ট) সকাল ১১টায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে ফোরামের সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, কোষাধ্যক্ষ সেলিম তালুকদার, প্রচার সম্পাদক আমিনুল হক বাবু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, কার্যকরী সদস্য, সাহেব আলী, হিরু খন্দকার, রাজা শেখ, প্রমূখ।
উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান এবং ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত।
শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ নবাগত ইউএনও মো. কামরুজ্জামানের নিকট তাদের পরিচয় তুলে ধরেন।
এসময় ইউএনও মো. কামরুজ্জামান ফোরামের সকলক সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাহজাদপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।