
নিজস্ব প্রতিবেদক: দৈনিক গণতদন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল আলীম আরাফাত সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “কবি কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড ২০২৫” পেয়েছেন। জাতীয় মানবাধিকার সোসাইটি তাকে এই সম্মাননা প্রদান করে। মানবাধিকার বিষয়ে তার সাহসিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির পর আব্দুল আলীম আরাফাত বলেন, “এই পুরস্কার আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমি সবসময় মানবাধিকার রক্ষায় কাজ করে যাবো।”
জাতীয় মানবাধিকার সোসাইটির সভাপতি বলেন, “আব্দুল আলীম আরাফাত তার কাজের মাধ্যমে সমাজে এক বিশেষ অবদান রেখেছেন। তার মতো সাংবাদিকরাই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেন।”
আব্দুল আলীম আরাফাতের এই পুরস্কার প্রাপ্তিতে দৈনিক গণতদন্ত পত্রিকার সকল সাংবাদিক ও কর্মী আনন্দিত।