1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক সভা মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ  খাগড়াছড়ির রামগড়ে ইউনিসেফ এর সহযোগিতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রামগড় তথ্য অফিসের আয়োজনে  “ত্রিপুরা যুব কল্যাণ সমিতি” প্রশিক্ষণ ভবন মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তরের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে সার্বিক আলোচনা প্রদান করেন ইউনিসেফ চট্টগ্রামের এসবিসি কর্মকর্তা আব্দুল জলিল। এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো.নিজাম উদ্দিন লাভলু, রামগড় ব্যাপিষ্ট চার্জের যাজক ফিলিপস হালদার, কার্বারী এসোসেয়শনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা প্রমূখ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সহকারী শিক্ষক মো.বাহার উদ্দিন সহ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গীর্জা, মন্দির ও বৌদ্ধ মন্দিরের ধর্মীয় ইমাম ও গুরুসহ স্বানীয় সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

 

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে ইউনিসেফ এর সহযোগিতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রামগড় তথ্য অফিসের আয়োজনে  “ত্রিপুরা যুব কল্যাণ সমিতি” প্রশিক্ষণ ভবন মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তরের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে সার্বিক আলোচনা প্রদান করেন ইউনিসেফ চট্টগ্রামের এসবিসি কর্মকর্তা আব্দুল জলিল। এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো.নিজাম উদ্দিন লাভলু, রামগড় ব্যাপিষ্ট চার্জের যাজক ফিলিপস হালদার, কার্বারী এসোসেয়শনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা প্রমূখ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সহকারী শিক্ষক মো.বাহার উদ্দিন সহ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গীর্জা, মন্দির ও বৌদ্ধ মন্দিরের ধর্মীয় ইমাম ও গুরুসহ স্বানীয় সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট