মাসুদ হোসেন খান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
শুক্রবার ( ১৯ আগস্ট ২০২২ সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটি আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ র্যালী শেষে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি বলেন - বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে এদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অন্যায় অবিচার সহ বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বলেই এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। যতোদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবে ততোদিন এদেশে সাম্প্রদায়িক শক্তি দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে পারবেনা।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, ও নয়াকান্দি বিশ্বশুক জতির্ময় সেবাশ্রমের প্রতিষ্ঠা, বাবু লক্ষ্মণ চন্দ্র শিকদার, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,কালকিনি উপজেলা চেয়ারম্যান, মীর গোলাম ফারুক, সরদার মোঃ লোকমান হোসেন সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সহ সর্ব সর্বস্তরের জনগণ।