
মামুন হোসেনঃ
গাজীপুরের শ্রীপুর থানাধীন নোয়াগাঁও গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে গ্রেফতার করে।
২৪ অক্টোবর, সন্ধ্যা ৫টার দিকে শ্রীপুর থানাধীন রাজেন্দ্রপুর বাজার হতে ফাউগান বাজার গামী রোডের (নোয়াগাঁও) দক্ষিণপাড়া সাকিনস্থ জনৈক সেলিম মিয়ার বাড়ীর পশ্চিমপাশে পাকা রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতি চলছে। এরূপ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কাটার, ২টি রামদা, ১টি ছোরা ও ৫টি মোবাইলসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ
১।চট্রগ্রাম জেলার বাকুলিয়া থানার কালামিয়া কচু ওয়ালার বাড়ি (দু’তলা মসজিদের পিছনে আঃ সোবাহান রোড, ১৮ নং ওয়ার্ড) গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে বাদশা (২৩)।
২।কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার ছোট আলমপুর গ্রামের আঃ খালেকের ছেলে মোঃ মোর্শেদ (২৭)। বর্তমানে অক্সিজেন পাঠানপাড়া (মাষ্টার জাফর এর বাড়ী) থানা-বায়েজিদ বোস্তামি, জেলা-চট্রগ্রাম।
৩।কুমিল্লা জেলার মুরাদনগর থানার (ইউপি-পাহাড়পুর) বাসকাইট সুরনন্দি গ্রামের তালেব আলীর ছেলে মোঃ কাশেম আলী (৩০)।
৪।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার দক্ষিণ সলিমপুর ভাইলে পাড়া গ্রামের নির্মল দাসের ছেলে ইমন দাস (২৯)। বর্তমানে ফিশারীঘাট জয় হেয়ার কাটিং সেলুন, থানা-বাকুলিয়া, জেলা-চট্রগ্রাম।
৫।কুমিল্লা জেলার মুরাদনগর থানার যাত্রাপুর (২নং ওয়ার্ড) মধ্যপাড়ার মালেকের ছেলে ফারুক (২৪)। বর্তমানে রহিমপুর দক্ষিনপাড়া (জহিরুল এর বাড়ীতে থাকে), থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
বিভিন্ন জেলায় তাদের একাধিক চুরি-ডাকাতির মামলা চলমান রয়েছে। এ বিষয়ে ডাকাতির প্রস্তুতির নিয়মিত মামলা রুজু হয়েছে।
Like this:
Like Loading...