মোঃ সেলিম রেজা বিশেষ প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর থেকে মালেকা খাতুন (৪০) নামের এক গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর উত্তরপাড়া গ্রামের গুতার বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মালেকা খাতুন ওই গ্রামের মো. বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি একই উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের মো. তাইজুদ্দিনের মেয়ে।
এদিকে মালেকা খাতুনের বাবার বাড়ির লোকজন অভিযোগ করেছেন- টাকার জন্য নির্যাতন করে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
মালেকার ছোট ভাই সুজন জানান, ২০ বছর আগে বাচ্চু মিয়ার সঙ্গে তার বোনের বিয়ে হয়। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তার বোনকে মারধর করা হতো। ১৫ দিন আগেও তার বোনকে মারধর করা হয়। বুধবার দিনগত রাত ৩টার দিকে ফোনে জানানো হয় মালেকাকে পাওয়া যাচ্ছে না। সকাল ৯টার দিকে জানতে পারি মালেকার মরদেহ পাওয়া গেছে। তার বোনকে পুড়িয়ে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা জানান, আগুনে পোড়ানো মালেকার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।