আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি
অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক, এসআই/রাকিবুল হাছান, এসআই/সুব্রত চন্দ্র দাস, এএসআই/নজরুল ইসলাম, এএসআই/আবু মুছা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২৬/০৮/২০২৩ইং তারিখ অভিযান পরিচালনা করিয়া ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন, পরোয়ানাভুক্ত ০৩জন, ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারা মোতাবেক ০৫ জন, নিয়মিত মামলায় ০১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০২ জনসহ মোট ১২ জন আসামীকে গ্রেফতার করেন।
আসামী ১। আহাদ মিয়া (৩৪), পিতা-মৃত গফুর মিয়া, গ্রাম-গাজীপুর, ৫নং কালাপুর ইউনিয়ন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে ২৬/০৮/২৩ইং তারিখ বিকাল বেলা তাহার নিজ বাড়ি হইতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সে ২। শ্রীমঙ্গল থানার মামলা নং-১৩(০৮)২০২৩ইং এর এজাহারনামীয় আসামী এবং ৩। জিআর-৩৯০/১৯ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী।
অন্যান্য আসামীরা হলেন-জিআর-২৪৮/২০ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত ৪। আসামী সোহেল শেখ কালু শেখ, পিতা-মোঃ নুর ইসলাম শেখ, সাং-স্টেশন রোড, জিআর-১৬১/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত ৫। আসামী মোঃ স্বপন মিয়া (৩২), পিতা-মোঃ আরজু মিয়া, সাং-কুঞ্জবন, ফৌঃ কাঃ বিঃ আইন ১৫১ ধারা মোতাবেক গ্রেফতারকৃত আসামী ৬. শ্রীধাম কপালী (৩৫), পিতা-সুদর্শন কপালী, ৭। পবিত্র কপালী (৪২), ৮। অজিত কপালী (৩৩), ৯। ইন্দ্রজিৎ কপালী (৩০), সর্বপিতা-পবন কপালী, ১০। জুয়েল কপালী (২০), পিতা-পবিত্র কপালী, সর্বসাং-টিকরিয়া (চকগাঁও) এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক গ্রেফতারকৃত আসামী ১১। মোঃ মুজিবুর রহমান (৩৫), পিতা-মৃত মোঃ সমচু মিয়া, সাং-কালীঘাট রোড, ১২। আব্দুল মুসলিম (৩৫), পিতা-মৃত খালিক, সাং-মোহাজিরাবাদ, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
সকল আসামীদের অদ্য ২৭/০৮/২০২৩ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।