আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)
গত ১৭/১২/২০২৩খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১০.৩০ ঘটিকা হইতে ১১.১৫ ঘটিকার মধ্যে শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউপির অন্তর্গত সাতগাঁও বাজারে মোঃ আব্দুস সোবহান এর মালিকানাধীন সাতগাঁও টেলিকম নামক দোকান হইতে অজ্ঞাতনামা চোরেরা নগদ ৩,৫০,০০০-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) চুরি করিয়া নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু হয়।
মামলা রুজুর পর হইতে জনাব বিনয় ভূষন রায় অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানার সার্বিক তত্বাবধানে এবং জনাব মোঃ আমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানার সার্বিক সহায়তায় মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ শহিদুল ইসলাম অন্যান্য অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার মাধ্যমে মামলার ঘটনার সহিত জড়িত সন্দেহে আসামী সাইফুল ইসলাম (২৫), পিতা-সাহাব উদ্দিন, সাং-মাধাবপাশা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। আসামী সাইফুল ইসলামকে ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী সাইফুল ইসলাম মামলার ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। অতঃপর আসামী সাইফুল ইসলাম এর দেওয়া তথ্য মতে অদ্য ০৫/০১/২০২৪খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় তাহার বসত ঘরের ভিতর খাটের নিচে মাটির গর্তের ভিতর হইতে একটি প্লাষ্টিকের বক্সের ভিতর রক্ষিত অবস্থায় বাদির চোরাই হওয়া নগদ ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। তারপর আসামী সাইফুল এর দেখানো মতে মাধবপাশা সাকিনে জনৈক রাসেল এর মালিকানাধীন পুকুর হইতে চোরাই কাজে ব্যবহৃত ০১টি কালো রংয়ের বোরকা উদ্ধার করা হয়।