1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল ও নগদ টাকা সহ গ্রেফতার ০২ জন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি

গত ০৬/০৮/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮.১০ ঘটিকা হইতে ০৮.৫০ঘটিকার মধ্যে শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডস্থ এয়ার স্টোর এন্ড বেকারী নামক দোকানের চালের টিন কাটিয়া অজ্ঞাতনামা চোর/চোরেরা দোকানের ভিতর প্রবেশ করিয়া দোকানের ক্যাশ ড্রয়ার হইতে নগদ ২৫,৪২০/-(পচিঁশ হাজার চারশত বিশ) টাকা এবং ৩,১৬০/-(তিন হাজার একশত ষাট) টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করিয়া নিয়া যায় মর্মে দোকানের মালিক জনাব রাহাত আহমেদ জানান। ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু হয়।

মামলাটির তদন্ত কালে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) সাহেবের সহযোগীতায় মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ আব্দুর রউফ চুরি হওয়া দোকানের ও আশপাশের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করিয়া ঘটনায় জড়িত আসামী ১. মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়া (১৯), পিতা-নুর ইসলাম, মাতা-শেফালী বেগম, সাং-মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২. আব্দুল শামীম (১৯), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মিনা বেগম, সাং-মুসলিমবাগ (বিনা বিবির ভাড়াটিয়া), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের সনাক্ত করিয়া গ্রেফতার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারা উক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে আসামী শামীম এর হেফাজত হইতে বাদির চুরি যাওয়া নগদ ২৫,৪২০/-(পচিঁশ হাজার চারশত বিশ) টাকা উদ্ধার করা হয় এবং আসামী মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়ার দেখানো মতে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান হইতে বাদির চোরাই হওয়া অন্যান্য সকল মালামাল উদ্ধার করা হয়।

আসামীদের অদ্য ০৭/০৮/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট