আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
বাংলাদেশে শ্রম আইন ১০৩ ধারাতে সাপ্তাহিক ছুটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশ শ্রম আইন ধারা ১১৪ নিয়ে বলা হয়েছে দোকান প্রতিষ্ঠান সাপ্তাহিক দেরদিন সম্পূর্ণ বন্ধ থাকবে দোকান বানিজ্যিক এর কর্মচারীরা সাপ্তাহিক দের দিন করে সাপ্তাহিক ছুটি পাবে,গত ২৫/৮/২৩ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় বিপরীতে চিত্র শ্রীমঙ্গল শহরের পোস্ট অফিস রোড ভানুগাছ রোড পুরান বাজার হবিগঞ্জ রোড মৌলভীবাজার রোড শহ কিছু সংখ্যক দোকান প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অধিকাংশ দোকান প্রতিষ্ঠান খোলা রাখা ছিল এবং কর্মচারীদের কাজ করতে দেখা গেছে এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন ২৮৭৭এর কার্যকরীকমিটির সভাপতি রনধীরচৌধুরী রঞ্জু বলেন শ্রীমঙ্গল শহরে প্রায় ৬ হাজার দোকান কর্মচারী কর্মরত রয়েছেন কি বলবো দুঃখ্যের কথা আমাদেরঅধিকার নিয়েকথা বলার কোনলোক নেই তিনি বলেন আমরাশুধু সাপ্তাহিকছুটি থেকে বঞ্চিত নই আমারা অতিরিক্ত কাজেরজন্য অতিরিক্তভাতা পাইনা অসুস্থতারছুটি বাৎসরিকছুটি উৎসবছুটি নৈমিত্তিকছুটি মাতৃকালীনছুটি কিছুইপাইনা এবংকি যখনতখন ছাটাই নিয়মিত বেতনবৃদ্ধিহয়না আমাদের, তিনিক্ষুবপ্রকাশ করে বলেন গত মেদিবস ১/৫/২৩ সোমবার শ্রীমঙ্গলশহরে শকল দোকান প্রতিষ্ঠান খোলাথাকায় দোকান কর্মচারীরা মে দিবস উদযাপন করতেপারেনাই আমাদের এখানে কলকারখানাও প্রতিষ্ঠান অধিদপ্তর নামক দপ্তর রয়েছে এ অফিসের উপমহাপরির্দশক মোঃ মাহবুবুল হাসান কে অভিযোগ দিলেতিনি কোন পদক্ষেপ নেন না শুধু বলে আমি দেখছি করছি হয়েযাবে শান্তনা এছাড়া কিছুইনা দোকান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আরও বলেন এনিয়ে শ্রমিকদের মাঝে ক্ষুবঅসন্তুষলক্ষ করাযাচ্ছে।