1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সখিপুরে লাল মাটি কাটার মহোৎসব চলছে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

কালিহাতী থেকে এনায়েত করিম।

সখিপুর উপজেলা কালিয়ান গ্রামে কিছু অসাধু ব্যক্তি রাতের আধারে ভেকু দিয়ে লাল মাটি কেটে পাশ্ববর্তী কালিহাতী সহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে অভিযোগ উঠেছে। কালিহাতীর গান্ধিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর রাশেল,শহিদ, আলম সখিপুর পাহাড়ি এলাকার সরকারি খাস জায়গার লাল মাটি থেকে প্রতিরাতে গান্দিনা ও কালিয়ান সহ উপজেলার বিভিন্ন গ্রামে মাটি বিক্রি করে চলছে। ফলে এলাকার গ্রামীণ অবকাঠামো রাস্তা গুলো শোচনীয় অবস্থা হয়ে পড়েছে। এই অবৈধ মাটি ব্যবসায়ী দের ভয়ে এলাকার সাধারন জনগন মুখ খালতে পারছে না। আর দু একজন মুখ খুলোও তাদের কে ভয় ভীতি এবং গুম ও মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকু দিচ্ছে,। সরকারী আইন অমান্য করে রাতের আধারে রাশেল,শহিদ,আলম দেদারছে লাল মাটি কেটে বিক্রি করে রাতারাতি অনেক টাকার মালিক বনে গেছে। ভুক্তভোগী জনগন সখিপুর ও কালিহাতীর প্রশাসনের কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছে।এই মুহূর্তে তাদের অবৈধ ভেকু মেশিনও ও মাটির কাটার ব্যবস্হা বন্ধ না করা গেলে তারা আরো বেপরোয়া হয়ে লাল মাটি ও বন বিভাগের বিভিন্ন খাস জায়গা কেটে বিরাম ভুমিতে পরিনত করবে বলে আশংকা প্রকাশ করছে বিজ্ঞমহল। তাই এদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া দরকার। এ ব্যাপার কালিহাতি এসিল্যান্ড সিফাত বিন শাহেদ কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ছুটিতে আছি আপনি সখিপুর অফিসার ইনচার্জকে জানাতে পারেন তিনি বিশেষ ব্যবস্থা নেবেন নিবেন আমি বলে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট