জেলা প্রতিনিধি নওগাঁ :এস এ উজ্জ্বল,
গত ৯-৬-২০২৪ ইং রোজ রবিবার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা চেরাকপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামে এই ঘটনা ঘটে পরস্পর সংবাদের মাধ্যমে জানতে পাড়ায় সংশ্লিষ্ট চেরাগপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রুবেল রানা ঘটনাস্থলে গেলে তার বাধা বা তার কথার কোন কর্ণপাত না করে ঘরের কাজ চালিয়ে যায় দখল কারীরা।
তাৎক্ষণিক ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয় কে অবগতি করায় সঙ্গে সঙ্গে দখলকারীদের কে জরুরী ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিলে দখলকারীরা অফিসে গিয়ে সহকারী কমিশনার (ভুমি) মহোদয় সঙ্গে সাক্ষাৎ করে, সহকারী কমিশনার ভূমি মহোদয় যে নির্দেশ দিয়েছেন তা অমান্য করিয়া দখল কারীরা অফিস থেকে বের হয়ে চলে যান এবং বাসের খুটি দিয়ে টিন সাওনি বেড়ার বাড়ি উঠানোর কাজ চালিয়ে যায়।
এ অবস্থায় মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউভিট ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যায়, এবং নওহাট ফাড়ির এ এস আই রাব্বির সহযোগিতায় ঘটনাস্থলে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়,এবং সরকারি আদেশ অমান্য করায়,(দুইজনকেই একই ধারায়) দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫০ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
এই মোবাইল কোট পরিচালনা করেন, মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউভিট ম্যাজিস্ট্রেট রিফাত আরা, দণ্ডকৃত আসামি হলেন ১)মো: আনিসুর (৪৬)পিতা মৃত সাদেক গ্রাম বুজরুক বড়াল মহাদেবপুর, নওগাঁ ২)মো:মিজানুর শেখ পিতা মৃত কুদ্দুস শেখ সাং বুজরুক বড়াল মহাদেবপুর নওগাঁ প্রমুখ।