
মোঃ আনেসুর রহমান শেলী :
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ লুৎফর রহমান মতিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৭নং সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবকবব শফিকুল ইসলাম শফিক।
শনিবার সকাল ১০টায় ইউনিয়নের আকুয়া বাইপাস মোড় থেকে শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি পৌজান বাজার হয়ে দিমুখা বাজার অতিক্রম করে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এলেঙ্গা ডাকবাংলোয় গিয়ে শেষ হয়। সেখানে নেতা–কর্মীদের সাথে নিয়ে শফিকুল ইসলাম শফিক ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিনকে ফুল দিয়ে বরণ করে নেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই আগামী জাতীয় নির্বাচনে দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।