1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সাঁথিয়ায় গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ হাসান মিয়া,স্টাফ রিপোর্টার ।

পাবনার সাঁথিয়ায় আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ আসামী গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার ( ১৯ মার্চ ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হল সাঁথিয়া উপজেলার চাঁদপুর গ্রামের নাসির উদ্দিন (৩০),নুহ মোল্লা (২৮) এবং সাইফুল ইসলাম (৩০)। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় উক্ত গৃহবধূ অটোবাইক যোগে বনগ্রাম বাজার হতে বাড়ি যাওয়ার পথে চরভদ্রকোলা নামক স্থানে অটোবাইক থেকে নেমে হেটে বাড়ির উদ্দেশ্য রওনা হয় । বটতলা নামক স্থানে পৌছালে আসামীরা তাকে একা পেয়ে মুখ চেপে ধরে হাত পা বেধে পার্শ্ববর্তী ভাঙ্গার চর নামক নির্জন মাঠে নিয়ে যায় । সেখানে তারা রাতভর গৃহবধূকে পালাক্রমে ধর্ষন করে ফেলে পালিয়ে যায় ।
এ ঘটনায় উক্ত ধর্ষিত গৃহবধূ গত ২২ ফেব্রুয়ারী সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করে।
তারপর তদন্তে সাপেক্ষে আসামীদের গ্রেফতারে নামে র‍্যাব।
তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের উপজেলার বিভিন্ন স্হান থেকে গ্রেফতার করে বলে জানিয়েছেন র‍্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঊক্ত ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাঁথিয়া থানায় সোপর্দ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট