মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলার বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কিমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান সোহেলের সঙ্গে বাউফলের ইউএনও আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকাল চারটায় ছাত্র জনতার আয়োজনে বাউফল পাবলিক মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আয়শাতুন্নেছা বর্ষা, সুজন শীল, হুজাইফা ইসলাম, ব্যবসায়ী মোশাররফ হোসেন ও রিক্সা চালক হানিফ খন্দকার।
বক্তারা, ইউএনও আমিনুল ইসলামকে ২৪ ঘন্টার মধ্যে অপসারন করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন।
উল্লেখ্য, গত সোমবার বাউফল গার্লস স্কুলে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আমন্ত্রন না জানানোর অভিযোগ তুলে ওই সাংবাদিকের সঙ্গে অসাদাচারন করেন ইউএনও আমিনুল ইসলাম।