1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ২০০৯ সালের সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা চুড়ান্ত করার লক্ষ্যে বিএফএ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সাংবাদিক সম্মেলন 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

সালমান রহমান , আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতিমালা পুনরায় কার্যকর, সার পরিবহন খরচ বৃদ্ধি, ডিলার কমিশন পুনর্বিবেচনা এবং ব্যাংক সুদহার কমানোসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএফএ’র জেলার নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন বিএফএ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি মো. জালাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে সার বিতরণ কার্যক্রম সরকারিভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে ৬৫০ টাকার ইউরিয়া সার বাজারে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও সরকার নির্ধারিত দামে সার পাওয়া কঠিন হয়ে পড়েছে। এতে কৃষকরা বিপাকে পড়ছেন এবং বাজারে সিন্ডিকেট বা কারসাজির সুযোগ বাড়ছে বলে অভিযোগ করেন তারা। নতুন নীতিমালায় অনুমোদিত ইউনিয়নে মাত্র তিনজন নতুন ডিলার নিয়োগের প্রস্তাব থাকলেও অনেক স্থানে ডিলারদের বাদ দিয়ে নতুনদের অযৌক্তিকভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে সার বিক্রয় কেন্দ্রের সংখ্যা কমে গিয়ে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সার পরিবহন খরচ বৃদ্ধি, ডিলার কমিশন পুনর্বিবেচনা এবং ব্যাংক সুদহার কমানোর দাবি জানানো হয়। তারা উল্লেখ করেন, ২০০৮ সালের পর থেকে পরিবহন, গুদাম ভাড়া, ব্যাংক সুদসহ সব ধরনের ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় কমিশন বাড়েনি। এর ফলে সার ব্যবসা টিকিয়ে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট