1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সালথায় বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার-জমির দলিল চুরি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের শেখ আকরামুজ্জামানের ঘরের দরজার তালা ভেঙে ১ ভরি স্বর্ণালংকার ও জমির দুইটি দলিল চুরি করে নিয়ে যায়। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল।

শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান বলেন, আমরা পরিবারের সকলেই ঢাকাতে বসবাস করি। মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসি। আমরা বাড়িতে ছিলাম না। ভোর রাতে আমার দেবর আমাদের ফোন করে জানান যে, আমার ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি বাড়িতে এসে দেখি আমার আলমারির ভিতরে রাখা এক ভরি স্বর্ণের দুইটি হাতের বালা ও দুটি জমির দলিল চুরি করা হয়েছে।

শেখ আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমরা রাতের খাবার খেয়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে ঘুম ভাঙলে ঘরের বাহিরে বের হতে চাইলে বাহির দিয়ে আমার ঘরে তালা মারা থাকায় আমরা ডাক চিৎকার শুরু করলে পাশের বাসা থেকে লোকজন এসে আমাদের ঘরের তালা খুলে দেয়। পরে আমরা দেখতে পাই আমার ভাইয়ের ঘরের তালা ভাঙা। ভাইয়ের ঘরে তালা ভাঙা দেখতে পেয়ে আমরা ভাইকে ফোন করে জানাই এবং পুলিশকে বিষয়টা অবগত করি।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় তাঁরা কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট